দেশ ব্রেকিং নিউজ

একদিনে ৬৫ হাজার, মৃত ৯৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে এটাই এখন সর্বোচ্চ। আর তারই জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ২৬ হাজার ১৯২। স্বাধীনতা দিবসেও করোনা প্রকোপ কমল না। বরং বাড়ল। এদিনই করোনা প্রতিরোধের সংকল্প নেওয়ার কথা ছিল। কিন্তু লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীকে উদ্বেগ প্রকাশ করতেই দেখা গেল।
গত শুক্রবারই একদিনে সংক্রমণ প্রথম ৬০,০০০ ছাড়িয়ে যায় করোনা সংক্রমণ। তারপর থেকে অব্যাহত ছিল সেই ধারা। সোমবার নতুন করে আরও ৬২,০৬৪ জন করোনায় আক্রান্ত হন। মৃ্ত্যু হয় এক হাজারেরও বেশি মানুষের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট ৪৯,০৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৯৬ জন। ফলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে দেশ।
ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৭২ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ২৪৫ জন। সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লক্ষ ৭৩ হাজার ৮৫ জন। সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে থাকা কর্নাটকে মোট আক্রান্ত ১ লক্ষ ১১ হাজার ১০৮। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ২৮৭ জন। সংক্রমণ তালিকার সপ্তমে থাকা পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৩৫৮ জন।
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের উপরে থাকছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন তাই ছিল। তবে শুক্রবার একদিনে সংক্রমণ বেড়ে গিয়ে হয় ৬২,৫৩৮ জন। গত বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের উপরে থাকছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন তাই ছিল। তবে শুক্রবার একদিনে সংক্রমণ বেড়ে গিয়ে হয় ৬২,৫৩৮ জন। এবার তা বেড়ে ৬৫ হাজার ২ জন।