নুসরত কি নিখিলের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন? বিভিন্ন মহলে এমন গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে নুসরত বা নিখিল কোনও মন্তব্য করেননি, তবে তাদের সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন স্টেটাস নিয়ে চলছে জল্পনা। রিলের বাইরে নুসরত জাহানের সঙ্গে যশ দাসগুপ্তের কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে যতই শোরগোল হোক না কেন, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলবেন না অভিনেত্রী তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অন্যদিকে অনেকে মনে করছেন নিখিল জৈন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটু একটু করে মুখ খুলতে শুরু করেছেন।মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিখিল একটি ছবি শেয়ার করেন। ওই ছবির সঙ্গে একটি ক্যাপশন জুড়ে দেন নিখিল। যেখানে তিনি জানান, মানুষ কীভাবে তার সঙ্গে ব্যবহার করবেন, সেটা তাদের কর্মফল। তবে তিনি তাদের সঙ্গে কীভাবে পালটা ব্যবহার করবেন, সেটা তার নিজের বিষয় বলে মন্তব্য করেন নিখিল জৈন।
নিখিলের ওই স্টেটাস দেখে শুরু হয় একাধিক জল্পনা। নুসরতকে খোঁচা দেওয়ার জন্যই নিখিল ওই ধরনের স্টেটাস শেয়ার করছেন বলে কেউ মন্তব্য করেন। অনেকে আবার বলতে শুরু করেন, নিখিল যা বলেছেন, তার সেই মন্তব্য অনেক সমস্যারই সমাধান করে দেবে। আবার কেউ বলতে শুরু করেন, নিখিলের এই বক্তব্য তারা সব সময় মনে রাখবেন। সবকিছু মিলিয়ে তার সেই স্টেটাস হু হু করে ভাইরাল হয়ে যায়।