আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। কার্যত সেকারণেই প্রাথমিক টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে বাড়তি ১৬ জোড়া ইএমএউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন-
টেট উপলক্ষে শিয়ালদহ ও ব্যারাকপুর স্টেশনের মধ্যে ৫টি অতিরিক্ত ট্রেন চলবে। শিয়ালদহ থেকে এই ৫টি ট্রেন ছাড়বে সকাল ৮টা, ৯টা ০৫, ৯টা ২৮, ৯টা ৪০, সাড়ে ১০টা ও ১১টায়। সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা। শিয়ালদহ – নৈহাটিতে এক জোড়া আপ – ডাউন ট্রেন দেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে সকাল ৯টা ৩৪ মিনিটে ছাড়বে আপ ট্রেন। নৈহাটি থেকে ডাউনের সময় ১০টা ৪৭ মিনিট।
এছাড়াও একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ বারাসাত শাখায়।
একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ এবং দত্তপুকুর এর মধ্যে।
একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ এবং মধ্যমগ্রাম শাখায়।
২ জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদহ সোনারপুর শাখায়।
একজোড়া ট্রেন চলবে শিয়ালদা বজ বজ শাখায়।
এক জোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ ক্যানিং শাখায়
এক জোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ বারুইপুর শাখায়।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ। প্রায় ১৪০০টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।