ব্রেকিং নিউজ রাজ্য

প্রাথমিক টেটের প্রশ্নপত্রে থাকছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা

১১ই ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। এবার প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে পর্ষদ। টেট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ যাতে না ওঠে তার জন্য বিশেষভাবে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্যই এই নতুন পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

জানা যাচ্ছে, এবার প্রশ্নপত্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয় সেদিকে নজর দিতে প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। অর্থাৎ পরীক্ষার্থীরাই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে খুলবেন। তার আগে ওই প্রশ্নপত্র খোলার সুযোগ থাকবে না অন্য কারও। এর জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু পৃথক প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। সেই প্রশ্নপত্রে উত্তর করার পর পরীক্ষার্থীরাই তা সিল করে জমা দিয়ে দেবেন। অর্থাৎ পরীক্ষার্থী ছাড়া ঐ প্রশ্নপত্র দেখার বা রাখার সুযোগ অন্য কারো হাতেই থাকছে না। এক্ষেত্রে প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকবে বলেই পরিকল্পনা করছে পরিষদ।

একইসঙ্গে সেন্টার-ইন-চার্জ, অফিসার-ইন চার্জ, ইনভিজিলেটর এবং অবসারভাদের পরীক্ষা ঠিকমতো নেওয়ার জন্যে একাধিক নির্দেশও জারি করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, ২৫ জন করে প্রার্থীদের একটি গ্রুপের জন্য একজন করে ইনভিজিলেটর থাকবেন। সেক্ষেত্রে কোনও পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরের ঘাটতি থাকলে শীঘ্রই সংশ্লিষ্ট ডিআই-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে সকল ইনভিজিলেটরদের সঙ্গে তাদের দায়িত্বের বিষয়ে জানিয়ে সেন্টার-ইন-চার্জকে অন্তত একটি মিটিং করতে হবে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।