জেলা ব্রেকিং নিউজ

বিশেষ জনসংযোগ মমতার, ট্যাংরা মাছ দিয়ে ভাত খেতে খেতেই শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ

জেলা সফরের দ্বিতীয় দিনে এসেও জনসংযোগে খামতি রাখলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পুরনো ফর্মেই আবার পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

এদিন হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকায় লঞ্চ ভ্রমণে বেরিয়ে আচমকাই মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে তিনি সরাসরি ঢুকে পড়েন ক্লাসরুমে এবং স্কুলের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে কাছে পেয়ে হকচকিয়ে যান বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকরা। একদিকে যেমন পড়ুয়াদের সাথে কথা বলেন। অন্যদিকে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। গতকাল মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সামশেরনগরে শীতবস্ত্র বিতরণ সঠিকভাবে করতে না পেরে ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিদ্যালয়ে পরিদর্শনের পরেই স্কুল লাগোয়া মাঠে শীত বস্ত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করে নীতি আয়োগ দপ্তরে পাঠানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। হিঙ্গলগঞ্জে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে নজরদারি করতে তড়িঘড়ি বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শেষ করে রওনা দেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তার আগে তিনি গতকালের হিঙ্গলগঞ্জের জন সভায় শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান নিয়ে বলেন, হিঙ্গলগঞ্জে বস্ত্র বিতরণ দিয়ে কিছু সমস্যা হয়েছিল। নিজেদের মধ্যে সমস্যা। সেসব সমস্যা মিটে গেছে।

জেলা সফরের দ্বিতীয় দিনে এসেও জনসংযোগ বাড়াতে ভুললেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লঞ্চে সুন্দরবন এলাকা পরিদর্শনে বেরিয়ে যেমন তিনি আচমকাই স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি শীত বস্ত্র প্রদান করেন। এরপরই তিনি স্থানীয় বাসিন্দা নমিতা মন্ডলের বাড়িতে যান। সেখানে তিনি সাদা ভাত, কচু, আলু দিয়ে ট্যাংরা মাছের সঙ্গে দ্বিপ্রাহরিক আহারও সারেন। নমিতা মণ্ডলের বাড়িতে মুখ্যমন্ত্রী দুপুরের আহার গ্রহনের পর যারপরনাই খুশি নমিতা দেবী।পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে আরো জোর দিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।