ব্রেকিং নিউজ রাজ্য

কালিপুজোয় বিশেষ মেট্রো, কত রাত পর্যন্ত মিলবে পরিষেবা?

কালিপুজো উপলক্ষ্যে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১২ নভেম্বর ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে ১৩২ টি মেট্রো চলবে। এরমধ্যে ৬৬ টি ট্রেন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে এবং ৬৬ টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। ওইদিন সকাল ৯টা থেকে রাত্রি ১১টা ৩ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালীঘাট ও দক্ষিণেশ্বরের দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। ২টি বিশেষ পরিষেবা দেওয়া হবে৷ একটি বিশেষ মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে রাত্রি ১০টায় ছাড়বে। সেটি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছবে রাত্রি ১১টা ৩ মিনিটে। অন্যদিকে একটি ডাউন মেট্রো রাত্রি ১০টায় দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে কবি সুভাষ স্টেশনে পৌঁছাবে রাত্রি ১১টা ১ মিনিটে।

এ প্রসঙ্গে কৌশিক মিত্র জানিয়েছেন, “রাজ্যবাসীকে এটা মেট্রো রেলের দীপাবলীর উপহার। কালিপুজোর দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কালিপুজোর দিন রাত ১০ টায় কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে একটি মেট্রো, যেটা দক্ষিণেশ্বরে পৌঁছাবে ১১টা ৩ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকেও একটি স্পেশাল ট্রেন রাত দশটায় রওনা দেবে কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে। সেটি পৌঁছাবে ১১ টা ১ নাগাদ।