ব্রেকিং নিউজ রাজ্য

আজ থেকে স্পেশাল মেট্রো

বুধবার থেকে চালু হয়ে গেল সীমিত সংখ্যক মেট্রো চলাচল। সারা দিনে আপ–ডাউন মিলিয়ে ১২টি স্পেশাল মেট্রো চলবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা এই ট্রেনগুলিতে চড়তে পারবেন। নিয়ম শিথিল করলেও আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি থাকছে৷ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷

সবাই এই স্পেশাল মেট্রোয় উঠতে পারবেন না। এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানান, মেট্রোকর্মী–সহ হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যম, বিমা সংস্থায় কর্মরত বা পুলিশকর্মীরা মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা এই ট্রেনে উঠতে পারবেন। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো বা সরকারি–বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে না৷ আগের মতোই চলবে স্টাফ স্পেশ্যাল ট্রেন৷ তবে সেই স্টাফ স্পেশ্যালের সংখ্যা বৃদ্ধি করা হল বুধবার থেকে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৫টি অতিরিক্ত স্টাফ স্পেশ্যাল চালানো হবে। স্পেশ্যাল মেট্রোয় এবার থেকে ছাড় পাবেন সাংবাদিকরাও।

জানা গিয়েছে, সপ্তাহে ৬ দিন সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আবার বেলা সাড়ে ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায় ছাড়বে ট্রেনগুলি। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা পরিচয়পত্র দেখানোর পরই ওই ট্রেনে চড়তে পারবেন। সঙ্গে রাখতে হবে স্মার্ট কার্ড। বুধবার থেকে সরকারি, বেসরকারি অফিস খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে ট্রেনের উপর চাপ আরও বাড়বে। ৬৫টির মধ্যে শিয়ালদহে ৪০টি ও হাওড়ায় ২৫টি ট্রেন বাড়বে আজ থেকে। ফলে ৩৪২টির জায়গায় ৪০৭টি স্টাফ স্পেশ্যাল চলবে দুই ডিভিশনে। এবার থেকে স্পেশ্যাল মেট্রোয় যাতায়াতে ছাড় দেওয়া হল সাংবাদিকদেরও।

উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে লোকাল ট্রেন, বাস, মেট্রো আগের মতোই বন্ধ থাকবে। এই বিধিনেষেধ চালু থাকবে আগামী ১ জুলাই পর্যন্ত। এরই মধ্যে মেট্রোর স্পেশাল ট্রেনগুলি চালু করা হল।