বছর ঘুরলেই একুশের বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচনে সাফল্য পেতে আগামী ২৮ কিংবা ২৯ ডিসেম্বর বিশেষ বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি নেতত্ব। সেই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় চার মন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারী–সহ মেদিনীপুরের সভায় দলে যোগ দেওয়া নেতা–নেত্রীদেরও বলে সূত্রের খবর। এই বৈঠকেই স্ট্র্যাটেজি ঠিক করতে হবে।
এদিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আনাগোনা বেড়েছে বিজেপি’র কেন্দ্রীয় নেতাদের। কয়েকদিন আগে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এসেছিলেন জেপি নাড্ডা। আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এখন কর্মসূচির মাধ্যমে সরকার বিরোধী প্রচার এখন সপ্তমে। বিধানসভা ভোটের দুশোর বেশি আসনের জেতার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন শাহ শুভেন্দু অধিকারী–সহ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শাসকদলের একাধিক নেতা-নেত্রী। বাদ যায়নি কংগ্রেস–সিপিএম বিধায়কও। সুতরাং বাংলার নির্বাচন এখন হট–কেক।
উল্লেখ্য, হেস্টিংস দলের সদর দপ্তরে শুভেন্দু–সহ যাঁরা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিকের ডাক, ‘বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে।’ সেই লক্ষ্য পৌঁছতে এবার চারজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি বঙ্গ–বিজেপির নেতারা বৈঠকে বসতে চলেছেন বলে সূত্রের খবর।