৮০ ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভাবনা জাতীয় নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কার্যত সেকারণেই এবার ৮০ ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের সন্ধানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তালিকা ও খুঁটিনাটি তথ্য-সহ প্রস্তুতির কাজ শুরু করলেন কমিশনের কর্মীরা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,৮০ ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ভোটাররা যাতে সুষ্ঠভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সমীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি তালিকায় নাম থাকা সত্ত্বেও বেশ কয়েকটি নির্বাচনে বুথে ভোট দিতে আসেননি এমন ভোটারের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, শতায়ু ভোটারদের চিহ্নিত করে তাঁকে সার্টিফিকেট দিয়েও বিশেষ সম্মান জানাবে জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছরের শুরুতেই দক্ষিণ কলকাতার এমন ৬ জন ভোটারকে চিহ্নিত করে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছিল। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের কর্মীরা ২১ জুলাই, শুক্রবার থেকে ২০ আগস্ট পর্যন্ত ‘ডোর টু ডোর’ সমীক্ষার কাজ করবে। গত শনিবারই কলকাতার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। রাজ্যের সব জেলার জেলাশাসক সহ অন্যান্য শীর্ষ পদস্থ আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে লোকসভা ভোট প্রক্রিয়া সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।