দেশ ব্রেকিং নিউজ

বাজারে আসছে ৭৫ টাকার বিশেষ কয়েন

দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ কেন্দ্রের। এবার বাজারে আসতে চলেছে ৭৫ টাকার বিশেষ কয়েন। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই কেন্দ্রের তরফে ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে। বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালেন দেশের অর্থ মন্ত্রক। একইসঙ্গে জানা গিয়েছে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন বাজারে আনা হচ্ছে।

দেশের অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে,৭৫ টাকার কয়েনটি ৪৪ মিলিমিটার ব্যাস সহ বৃত্তাকার আকারের হবে। কয়েনের কিনারা বরাবর ২০০টি সেরেশন থাকবে। ৩৫ গ্রামের মুদ্রাটি চার-অংশের শংকর ধাতু দিয়ে তৈরি করা হবে। যার মধ্যে ৫০% রুপো, ৪০% তামা, ৫% নিকেল এবং ৫% দস্তা থাকবে। অন্যদিকে, ৭৫ টাকার কয়েনের একটি পিঠে থাকবে অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটাল। নীচে লেখা থাকবে, “সত্যমেব জয়তে। সেইসঙ্গে আন্তর্জাতিক সংখ্যায় ৭৫-এর মূল্যও লেখা থাকবে। আর কয়েনের বাঁদিকে দেবনগরি হরফে লেখা থাকবে, “ভারত।” ডান দিকে ইংরাজিতে লেখা থাকবে, “ইন্ডিয়া-র।” কয়েনে থাকবে রুপির প্রতীকও। কয়েনের অপর পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে “সংসদ সংকুল”, আর উপরে ইংরেজিতে লেখা থাকবে “পার্লামেন্ট কমপ্লেক্স”।

উল্লেখ্য, আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিরোধীদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই।