রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখলেন তামিল অভিনেতা থলপতি বিজয়। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই নিজের রাজনৈতিক দল ঘোষণা করলেন তিনি। নিজের দলের নাম রাখলেন ‘তামিলগা ভেট্রি কাজগাম’। এর আক্ষরিক অর্থ ‘তামিলনাড়ু বিজয় দল’।
শুক্রবার তাঁর দলের স্বীকৃতির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। এদিন দলের নাম ঘোষণার পর ঘোষণার পর উদযাপন শুরু করেন তাঁর ভক্তরা। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আমাদের লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অংশ গ্রহণ করা, এবং নির্বাচনে জেতা। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার পর জনসভার মাধ্যমে তামিলনাড়ুর জনগণের জন্য আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হবে।