এবার মারণ ভাইরাস করোনায় আক্রান্ত অভিনেতা কমল হাসান। জানা গেছে, বেশ কিছুদিন আগে তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন। আমেরিকা থেকে ফেরার পর থেকেই সামান্য সর্দি – কাশি জনিত সমস্যা হচ্ছিল কমল হাসানের। তারপর চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান তিনি। তার করোনা রিপোর্ট পজিটিভ বলে জানান দক্ষিণী এই সুপারস্টার। আপাতত হাসপাতালে আইসোলেশনে রয়েছেন এই অভিনেতা।
সোমবার দুপুরে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা সোস্যাল মিডিয়ায় পোস্ট করে জানান কমল হাসান। টুইট করে তিনি লেখেন, “আমেরিকা থেকে ফেরার পর আমার সামান্য কফের সমস্যা হয়। পরীক্ষা করানোর পর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। আমি হাসপাতালে আইসোলেশনে রয়েছি। বাকিরা সকলেই ভাল আছে। অতিমারী এখনও যায়নি।” পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, টিকাকরণকে হাতিয়ার করে করোনা যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছে গোটা দেশ। করোনা সংক্রমণ এর গ্রাফ কখনও উঠছে কখনও নামছে। কিন্তু এখনো অতিমারী এখনও যায়নি। যা এখনও সময় সাপেক্ষ।