গরমের আভাস রাজ্য জুড়ে। যার জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে রাজ্যে। বাড়বে খানিক তাপমাত্রাও। বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজবে পাহাড়ও যদিও বৃষ্টির ফলে কিছুটা কমবে রাতের তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে পাহাড়ে। নিম্নচাপের জেরে কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে মঙ্গলবার রৌদ্রজ্বলই থাকবে শহর কলকাতার আকাশ। রোদের তেজ বাড়ায় বেশ ভালোই গরম অনুভূত হবে দুপুরের দিকে। বিকেলের পর থেকে অবশ্য হাওয়া বইতে শুরু করবে। মঙ্গলবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১° সেলসিয়াস এবং ১৯° সেলসিয়াস। বৃষ্টির কারণে অবশ্য কিছুটা কমবে পাহাড়ের পারদ।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া। মঙ্গলবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। খানিকটা হলেও বদলাবে দিনের তাপমাত্রা। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে খানিক চড়বে পারদ তাপমাত্রা বাড়তে পারে ১-২° সেলসিয়াস। রবিবার দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪° সেলসিয়াস।
মঙ্গলবার সকালের মধ্যে মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। রৌদ্রজ্জ্বল থাকবে বাকি সবকটিই জেলা। বুধবার সকালের মধ্যেও খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার।