চাতক পাখির মত বৃষ্টির দিকে তাকিয়ে আছে দক্ষিণবঙ্গ। জ্বলছে দক্ষিণবঙ্গ। তপ্ত, আগুনের গোলা যেন কলকাতা ও শহরতলীতে। তবুও বৃষ্টির দেখা নেই। বৃষ্টি কবে আসবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দিন পাঁচেক লাগবে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে নামতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে।
অস্বস্তিকর গরমের কোপ থেকে বাদ যাবে না কলকাতাও । ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই মহানগরে। আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিকে। সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে।