আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

বৃষ্টির সৌজন্যে স্বস্তির আমেজে দক্ষিণবঙ্গ

নামল তাপমাত্রা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে তিলোত্তমায়, স্বস্তির আমেজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে জোরালো নয়। আর তাই এখনও বৃষ্টির ঘাটতি মিটল না দক্ষিণবঙ্গে। বুধবার সকালেও বৃষ্টি হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা জেলার নানা অংশে এদিন সকালে বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে ছিল গত ১৯ জুন, নির্ধারিত সময়ের আট দিন পর। তারপর এক মাস কেটে গেলেও বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গ। এখনও জোরালো বৃষ্টির দেখা পেল না দক্ষিণবঙ্গ। বৃষ্টি ভালোভাবে না হওয়ায় চিন্তার মধ্যে রয়েছেন চাষিরা, কারণ ধানচাষের জন্য জোরালো বৃষ্টির প্রয়োজন।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরে বৃষ্টির পরিমান বাড়বে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী তিন দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান আরও বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।