ভ্যাপসা গরমে জেরবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকলেও এই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে বৃষ্টির মধ্যে দিয়ে। শুক্রবার থেকে আবার একটানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে শুক্রবারের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মায়ানমার উপকূল ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে ঘূর্ণাবর্তের প্রবল সম্ভাবনা। শুক্রবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এরমধ্যে বীরভূম, মুর্শিদাবাদ সহ দুয়েকটি জেলায় বেশি বৃষ্টি হবে।তবে রবিবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা না কমার সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়া ও তাপমাত্রায় বেশ কিছুটা হেরফের হওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবারের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা যেতে পারে।
উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পাঁচদিনে পরে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখযোগ্যভাবে অক্টোবর মাসের গোড়াতেও বৃষ্টির বঙ্গ থেকে বিদায় না নেওয়ারই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।