টি-টোয়েন্টি বিশ্বকাপে USA -র বিপক্ষে ১৮ রানে জয় পেল এইডেন মারক্রামের দল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১৯৪ রানের টার্গেট দিয়ে প্রতিপক্ষ USA -কে থামিয়ে দিল ১৭৬ রানে।
গ্রুপ পর্বে অফ ফর্মে থাকা কুইন্টন ডি কক সুপার এইটের প্রথম ম্যাচেই ছন্দে ফিরলেন। মূলত তাঁর অর্ধশত এবং এইডেন মারক্রাম ও হাইনরিখ ক্লসেনের ইনিংসে ভর করে বিপক্ষকে বড় রানের লক্ষ্যমাত্রা দেয় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে চমৎকার শুরু করেও কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে পারল না USA।
দক্ষিণ আফ্রিকার ১৯৪ রানের ইনিংসে ৭৪ আসে ডি ককের ব্যাট থেকে। ৪০ বলে ৭ চার ও ৫টি ছক্কার মারে ইনিংস সাজান তিনি। তবে আরেক ওপেনার রেজা হেনড্রিক্স ১১ বলে ১১ রান করে আউট হন সৌরভ নেত্রভালকারের ওভারে। এরপর মারক্রাম সঙ্গ দেন ডি কককে। ৩২ বলে দলপতি করেন ৪৬ রান। শেষদিকে ২২ বলে হেইনরিখ ক্লাসেন ৩৬ ও স্টাবস ২০ রান করেন। USA -র হয়ে ২টি করে উইকেট নেন নেত্রভালকার ও হারমিত।