ব্রেকিং নিউজ রাজ্য

রবিবার ইডেনে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছল দক্ষিণ আফ্রিকা

রবিবার কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচ খেলতে শহরে পৌঁছল দক্ষিণ আফ্রিকা দল। বৃহস্পতিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন ডেভিড মিলাররা। সেখান থেকে টিম বাসে পৌঁছে যান পাঁচতারা হোটেলে। ভারতকে হারানোর লক্ষ্যে শুক্রবার থেকেই অনুশীলন শুরু করে দিলেন তাঁরা।

এবারের বিশ্বকাপে একটি সেমিফাইনাল ম্যাচ-সহ মোট পাঁচটি ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। ইতিমধ্যেই দুটি ম্যাচও খেলা হয়ে গিয়েছে ক্রিকেটের নন্দন কাননে। তবে বাংলার ক্রিকেট সমর্থকদের অপেক্ষা রবিবারের জন্য। কারণ বিশ্বকাপে প্রথমবার ইডেনে নামবে রোহিত ব্রিগেড। প্রতিপক্ষ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে দুটি দল। তালিকার এক ও দুই নম্বরের লড়াই দেখার জন্য তাই মুখিয়ে রয়েছে রাজ্যবাসী।

এদিকে ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। একদিকে ম্যাচের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ শহরের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বাংলার ক্রিকেট প্রশাসকদের একাংশ। অন্যদিকে ম্যাচের টিকিট নিয়ে চলছে কালোবাজারি। টিকিট বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। টিকিটের কালোবাজারি রুখতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে কলকাতা পুলিশকে।