মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে যাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ বিকেলেই বৈঠকের কথা রয়েছে বলে জানা গিয়েছে। ইডেনে আইপিএলের ম্যাচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বিসিসিআই সভাপতি।
সূত্র মারফত জানা গিয়েছে, ২৪ ও ২৫ মে ইডেনে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ। ১০০ শতাংশ দর্শক নিয়ে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ করাতে চাইছে বোর্ড। করোনা পরিস্থিতি এখন অনেকটা ভাল হলেও গোটা ইডেন ভরাতে হলে নিতে হবে রাজ্য সরকারের অনুমোদন। তাই এই ম্যাচ আয়োজন নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএল-এর লিগ পর্যায়ের খেলা শেষ হচ্ছে ২২ মে। তারপর শুরু হবে প্লে অফ। আইপিএল ফাইনাল খেলা হবে ২৯ মে। ইডেনে প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচ হবে না। ফাইনাল খেলা হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আজ আইপিএল-এ পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাত নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের লড়াই। আজকের ম্যাচ জিততে পারলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে আসতে পারে কেকেআর। অন্যদিকে, দিল্লিরও এখন ৮ ম্যাচে ৬ পয়েন্ট। আজ জিততে পারলে হবে ৯ ম্যাচে ৮ পয়েন্ট। ফলে আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।
দেশের বিভিন্ন প্রান্তে ফের চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে বিসিসিআইও। সেই কারণেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন সৌরভ। পাশাপাশি তাঁকে ইডেনে আমন্ত্রণও জানাতে পারেন বিসিসিআই প্রধান।