খেলাধুলা রাজ্য

বিজেপি নেতৃত্বকে সিদ্ধান্ত জানালেন সৌরভ

সব জল্পনায় অবসান ঘটিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। জল্পনা ছিল, আগামী ৭ মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে গিয়ে বিজেপিতে যোগ দেবেন তিনি। কিন্তু রাজনীতির ময়দানে তিনি আসছেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর নিজের এই সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন সৌরভ বলে খবর।
যখন এই প্রসঙ্গে জল্পনা তৈরি হয়েছিল তখনই তাতে ঘি ঢেলে দিয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
সৌরভ অবশ্য রাজনীতি নিয়ে নিজে কোনওদিন কিছু মন্তব্যই করেননি। ভারতের অন্যতম সফল অধিনায়ককে নিয়ে গত দেড় বছরে জল্পনা কম হয়নি। তাতে মশলা যোগ হয়, সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অমিত শাহ–পুত্র জয়। সৌরভ প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে শাহ পরিবারের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয় দেশের রাজনীতিতে। বাংলায় নেতৃত্বের মুখ খুঁজছে বিজেপি, তাই সৌরভ হতে পারেন তাদের সেরা পছন্দ বলে জল্পনা তৈরি হয়।
যদিও সৌরভকে যাঁরা কাছ থেকে জানেন তাঁরা বার বার বলতে থাকেন যে রাজনীতির ময়দানে কোনও ভাবেই আসবেন না তিনি। এমনকী সৌরভকে রাজনীতিতে না আসার জন্য বারবার আবেদন করছিলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি। সেখানে তিনি জানান, এই সমস্ত জল্পনা অমূলক।