ভোটের মুখে নয়া রাজনৈতিক সমীকরণ? রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজভবনে গিয়ে দেখা করেন তিনি। রবিবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করতে পৌঁছন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আধ ঘণ্টা ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় সৌরভের। তারপর সেখান থেকে তিনি বেরিয়ে যান।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। এবার খেলা ছাড়ার পর রাজ্যপালের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাহলে কি এবার রাজনীতিতে? সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। দিন কয়েক আগে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় অমিত শাহ জানান, বিজেপি দুশোর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতা আসছে। ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী। আর তাতেই সৌরভের রাজনীতি যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। আর এদিন রাজভবনে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে।
আবার রাজভবন সৌজন্য সাক্ষাৎকার হিসেবে জানালেও, সাম্প্রতিককালে সৌরভকে রাজভবনে যেতে বা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়নি। তবে কয়েকমাস আগে সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। তখন জানা যায় যে স্কুল তৈরির জন্য যে জমি সরকার দিয়েছিল তা ফেরত দিতেই তিনি মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার বঙ্গ আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিনই তাঁর হাওড়ায় জনসভা করার কথা বলে সূত্রের খবর। কিছুদিন আগেই দু-দিনের বঙ্গসফর সেরে দিল্লি ফিরেছেন অমিত শাহ। সে বার সফরের প্রথমেই উত্তর কলকাতায় স্বামীজির বাড়ি গিয়েছিলেন তিনি। তবে এবার তিনি কতদিন রাজ্যে থাকবেন বা কী কী কর্মসূচি থাকছে তা এখনও স্পষ্ট নয়।
এই জমি–জটের সমাধানসূত্র পেতেই কি সৌরভ–রাজ্যপাল বৈঠক? তা অবশ্য পরিষ্কার নয়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তাঁর ওপর কোনও একটা রাজনৈতিক চাপ বর্তমানে রয়েছে। তবে কী ধরনের রাজনৈতিক চাপ তা কেউ খোলসা করে কখনও জানায়নি।
