খেলাধুলা ব্রেকিং নিউজ

হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হঠাৎ মহারাজ অসুস্থ হওয়ায় বাংলার মানুষ চিন্তায় পড়ে গিয়েছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
সৌরভের পরিবার সূত্রে খবর, শনিবার বাড়িতেই ছিলেন সৌরভ। সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে পরিবারের পক্ষে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা হয়। চিকিৎসকের পরামর্শেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
সূত্রের খবর, উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভকে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বড় কোনও আশঙ্কার কারণ নেই। তবে চিকিৎসা চলছে।
হাসপাতালে আসেন সৌরভের স্ত্রী ডোনা। জিম করার সময় সৌরভের পিঠে–বুকে ব্যথা হচ্ছিল। হঠাৎ ‘ব্ল্যাক আউট’ হয়ে যায় তাঁর। এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। হাসপাতালের জরুরি বিভাগে বিভিন্ন রকমের পরীক্ষা করানো হয়। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে খবর নিয়েছেন বলে জানা গিয়েছে।