ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি আচমকা অসুস্থবোধ করেন। বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। ঝুঁকি এড়াতে তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। গ্রিন করিডোর করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। চিকিৎসক আফতাব খানের তত্বাবধানে ভর্তি হন সৌরভ। সেখানে আপাতত সিসিইউ–তে নিয়ে গিয়ে প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হচ্ছে। চিকিৎসকরা তারপরেই সিদ্ধান্ত নেবেন। আজই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে কিনা।
সপ্তাহ কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শরীরে বসে একটি স্টেন। ৭ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে মহারাজের শারীরিক পরিস্থিতি স্বাভাবিকই ছিল। কিন্তু বুধবার ফের ছন্দপতন। ২০ দিনের মধ্যেই ফের তাঁর অসুস্থতা উদ্বেগ বাড়িয়ে তুলল। গত ২ জানুয়ারি বাড়িতে জিম করতে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। তখন উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তিনটে ব্লকেজ পাওয়া যায় তাঁর হার্টে।
তখন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি জানান, আবার তিনি আগের মতোই সবকিছুই করতে পারবেন। ক্রিকেটও খেলতে পারবেন। সুস্থ হয়ে ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় ২০ দিন পরেই আবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হল মহারাজ। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই শরীর ভাল ছিল না প্রাক্তন ভারত অধিনায়কের। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতা বাড়তে থাকে। বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। সময় খরচ না করে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় পরিবার। উডল্যান্ডসের পরিবর্তে তাঁকে এবার নিয়ে যাওয়া হয় অ্যাপোলোয়। কারণ সৌরভকে আগে চিকিৎসা করা ডাঃ আফতাব খান এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে রয়েছেন।
ডাঃ আফতাব খানই তাঁর চিকিৎসার দায়িত্বে। চিকিৎসকদলে রয়েছে ডাঃ সরোজ মণ্ডল ও ডাঃ সপ্তর্ষি বসু। কয়েকদিন আগেই এই অ্যাপোলোতে স্টেন্ট বসানো হয় সৌরভের দাদা স্নেহাশিসেরও। সৌরভ ও স্নেহাশিসের বাবা চণ্ডী গাঙ্গুলিরও ছিল হার্টের অসুখ। মাত্র ৩৭ বছর বয়সেই তাঁকে করাতে হয়েছিল বাইপাস সার্জারি। সৌরভের চিকিৎসা করতে এসে ডাক্তার দেবী শেঠি জানান, সৌরভদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সৌরভ–স্নেহাশিসদের। বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম করার সম্ভাবনা রয়েছে।