দেশ ব্রেকিং নিউজ

তৃণমূলে যোগ সৌরভ–নিউটনের

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস। শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন পর্দার ‘‌মন্টু পাইলট’‌। আবার ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বর্ধমানের কালনায় বিজেপি’‌র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিউটন মজুমদার। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার দিন এই দুটি যোগদান বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেসে কেউ অপরিহার্য নয়।
সংবাদমাধ্যমের উপস্থিতিতে সৌরভের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সৌরভ বলেন, ‘‌বাবার স্বপ্ন পূরণ করতে এবং মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি।’‌ আর তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে নিউটন বলেন, ‘‌বিজেপি যে নীতি এবং আদর্শের কথা বলে, তা থেকে কয়েক লক্ষ যোজন দূরে অবস্থান করছে। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারাই আজ বিজেপিতে। তৃণমূলকে যাঁরা কালিমালিপ্ত করেছেন, তাঁরাই আজ বিজেপির মুখ। তাই আমি তৃণমূলে যোগ দিলাম। বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা নয়, চোরের বাংলা গড়বে।’‌
এদিন সৌরভ বলেন, ‘‌আমি এমন একজন মানুষের পাশে বসে আছি যাঁকে (পার্থ চট্টোপাধ্যায়) দেখে বড় হয়েছি। উনি আমার কথা বলছেন এটা আমার সৌভাগ্য। আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়েই এখানে এসেছি। আমি ছোট থেকেই ভাবতাম মানুষের ভালো হওয়া উচিত। সেটা আমার বাবার থেকেই শেখা। কখনও ভাবিনি, মাথায় এমন একজন মানুষের হাত পাবো। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনুপ্রেরণা। যে আগুন তাঁর মধ্যে রয়েছে, তা মানুষকে অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রী এবং পার্থ চট্টোপাধ্যায় সহ সকলে ভেবেছেন, আমি এই পতাকা ধরার যোগ্য।’‌
নিউটন মজুমদার বলেন, ‘‌তৃণমূলের উন্নয়ন আমাকে আকৃষ্ট করেছে। মমতার নেতৃত্বেই বাংলা সারা দেশকে দিশা দেখাবে। তাঁর সর্বধর্ম সমাহার আমাকে তৃণমূলে যোগ দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। বিজেপি কোনও শুদ্ধিকরণ মেশিন নয়, যে চোরেরাও সাধু হয়ে বেরিয়ে যাবে। কথা দিচ্ছি, দিদির সঙ্গে তৃণমূল কংগ্রেসে যতদিন আছি, সৎ থাকার চেষ্টা করব, মানুষের সঙ্গে কাজ করব।’‌