রাজ্য লিড নিউজ

২২ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজত স্বপ্নদীপ মৃত্যু মামলায় ধৃত সৌরভ চৌধুরীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। স্বপ্নদীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও হোস্টেলের আবাসিক সৌরভকে গ্রেফতার করে পুলিশ৷ শনিবার দুপুরে আদালতে পেশ করা হয় তাঁকে। ২৫ অগাস্ট পর্যন্ত সৌরভকে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ।

নদিয়ার বগুলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন স্বপ্নদীপ। বিশ্ববিদ্যালয়ের প্রথম দু’দিনের ক্লাস তার ভালোই লেগেছিল সেকথা তিনি জানিয়েও ছিলেন পরিবারকে। বুধবার রাতে মাকে তিনি ফোনে বলেছিলেন, ‘বড্ড ভয় করছে।’ তার কয়েক মুহূর্ত পরেই বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা থাকার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন স্বপ্নদীপ।

পরিবারের অভিযোগ, হোস্টেলে র‌্যাগিংয়ের কারণেই মৃত্যু হয়েছে স্বপ্নদীপের। ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন স্বপ্নদীপের বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে কলকাতা পুলিশ। তাঁর ভিত্তিতেই শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং হস্টেলের আবাসিক সৌরভকে গ্রেফতার করা হয়।