ব্রেকিং নিউজ রাজ্য

চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম দিনহাটার সৌম্যজিৎ পাল

চতুর্থ শ্রেণির পড়ুয়াদের জন্য বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম হল দিনহাটার সৌম্যজিৎ পাল। মোট পরীক্ষার্থী ছিল প্রায় দেড় লক্ষ।

জানা গেছে, সৌম্যজিতের বাবা গৌতম পাল পেশায় হাইস্কুল শিক্ষক, মা রিঙ্কু পাল গৃহবধূ। গৌতম বাবু জানান, ছেলের স্কুলের প্রধান শিক্ষক এই খবর জানিয়েছেন। স্বাভাবিকভাবেই সৌম্যজিতের বাড়িতে এখন খুশির হাওয়া। সৌম্যজিত জানায়, সে বড়ো হয়ে বিজ্ঞানী হতে চায়।

পড়াশোনার অবসরে সৌম্যজিৎ আঁকতে ও খেলাধুলা করতে ভালোবাসে। সৌম্যজিতের বাবা-মা জানান, ছেলেকে পড়াশোনার বিষয়ে সেভাবে কখনও বলতে হয় না। তাকে নিয়ে আশাবাদী ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম রায় জানান, রাজ্যে এতজনের মধ্যে সৌমজিৎ এর সাফল্যে তাঁরা সকলেই গর্বিত।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদের দিনহাটার শাখার পক্ষে ধনঞ্জয় চক্রবর্তী জানান, “এবছর রাজ্যে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসে। নির্দিষ্ট দিনে কৃতীদের সংবর্ধনা স্বরূপ আর্থিক মূল্য ও ট্রফি তুলে দেওয়া হবে।”