বিনোদন

অনেকটা ভালো আছেন করোনামুক্ত সৌমিত্র

আগের থেকে অনেকটাই ভালো আছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, গত দু’দিনের তুলনায় বেশ কিছুটা উন্নতি হয়েছে তাঁর।

চিকিৎসকরা জানান, সৌমিত্র তাঁর চোখ টানা খুলে রাখতে পারছেন অনেকটা। ডাকলে সাড়া দিচ্ছেন, এমনকি কিছু করতে বললে তা করতেও পারছেন। করোনা আক্রান্ত হওয়ার ঠিক ১৪ দিনের মাথায় বুধবার সন্ধ্যায় তাঁর কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে। শুরু হয়েছে দু’ ধরনের নতুন চিকিৎসাও। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, জ্বর নেই প্রবীণ অভিনেতার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও সচল রয়েছে। তবে এখনো তাকে সম্পূর্ণ সঙ্কটমুক্ত বলা যাবে না।

তারা আরো জানান, শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে সৌমিত্রের বাইপ্যাপ সাপোর্ট লাগলেও দিনে কয়েক ঘণ্টা দিলেই কাজ হয়ে যাচ্ছে। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেন মাত্রা ৯৭%। আচ্ছন্ন ভাবও অনেক কমেছে। সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা আগের মতো খুব একটা আর হেরফের হচ্ছে না। এমনকি ভেন্টিলেশনে দেয়ার কোনো প্রয়োজন পড়ছে না এখনই।