Sony আজ ভারতে একটি সস্তা ক্যামেরা লঞ্চ করল। নতুন এই ক্যামেরার নাম Sony ZV-1F। কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসার কারণে এটি ভ্লগার ও ক্রিয়েটরদের জন্য আদর্শ। আসুন Sony ZV-1F ক্যামেরার দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Sony ZV-1F-এর দাম:
Sony-এর এই নতুন ভ্লগ ক্যামেরার দাম রাখা হয়েছে ৫০,৬৯০ টাকা। এটি সনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর, সনির বিভিন্ন ডিলার, অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আজ থেকেই এর সেল শুরু হয়ে গেছে।
Sony ZV-1F-এর ফিচার:
সনির নতুন ক্যামেরা ইকো-ফ্রেন্ডলি বডি, রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি বডি ও ২০ এমএম আল্ট্রা ওয়াইড লেন্স সহ এসেছে। এই ভ্লগ ক্যামেরার সাথে জিপি-ভিপিটি২বিটি শুটিং গ্রিপার পাওয়া যাবে। এর সাথে থাকবে ওয়্যারলেস রিমোট কম্যান্ডার ও এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাটাচমেন্ট। এই ক্যামেরায় দেওয়া হয়েছে ৭.৫সেমি এলসিডি টাচ ডিসপ্লে। আবার এতে পাওয়া যাবে বোকেহ সুইচ বাটন।
Sony দাবি করেছে, ZV-1F ক্যামেরা দিয়ে স্টিল ছবি ক্যাপচার ও ভিডিও রেকর্ড করা যাবে। এতে রয়েছে RS CMOS সেন্সর, যা ২০.১ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই লেন্সটি একটি ZEISS Tessar T* লেন্স। হাই কোয়ালিটি অডিও রেকর্ডের জন্য এতে পাওয়া যাবে তিনটি মাইক। আবার নয়া এই ক্যামেরায় অটোফোকাস সহ সফট স্কিন এফেক্ট, ফেস প্রায়োরিটি, আই এএফ এর ফিচার সাপোর্ট করবে।