বিনোদন ব্রেকিং নিউজ

ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের পাশে সোনু

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সপ্তম দিন! ইউক্রেনে রাশিয়ার সেনা অনুপ্রেবেশের পরেই পরিস্থিতি ভয়াবহ। পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ‍্যেই বোমার আঘাতে বহু ইউক্রেনীয় নাগরিকের মৃত‍্যু হয়েছে। তার মধ‍্যে রয়েছেন দুজন ভারতীয় পড়ুয়াও। বহু ভারতীয় ছাত্রছাত্রীই আটকে ইউক্রেনে। ভারত সরকারের তরফে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবেই হোক সীমান্তের কাছে পৌঁছাতে।

আগামী ৮ মার্চের মধ‍্যে অপারেশন গঙ্গার মাধ‍্যমে ৬৩০০ জন ভারতীয়কে উদ্ধার করার পরিকল্পনা করেছে ভারত সরকার। এই কর্মকাণ্ডে যোগ দিলেন অভিনেতা সোনু সূদ। কিয়েভ ও লিভ শহর থেকে বহু ভারতীয় পড়ুয়াই সোশ‍্যাল মিডিয়া মারফত সোনু সূদ ও তাঁর সংস্থার কাছে সাহায‍্য চান। যথাসম্ভব সাহায‍্যের চেষ্টা করে চলেছেন সোনু। তাঁর সংস্থার তরফে রোমানিয়া ও পোল‍্যান্ডের এমব‍্যাসির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

শুধু তাই নয়, ওই পড়ুয়াদের ইউক্রেনীয় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে সীমান্তে পৌঁছানোর বিকল্প রাস্তা খুঁজছে সোনুর সংস্থা। এমব‍্যাসির দেওয়া তথ‍্য অনুযায়ী কাজ করছে তারা। এছাড়াও কিছু কিছু জায়গায় পড়ুয়াদের জন‍্য পরিবহনের ব‍্যবস্থাও করছে সোনুর সংস্থা।

সাহায‍্য পাঠানোর পর সোনু লেখেন, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়াদের কঠিন সময় আর আমার জন‍্যও সবথেকে কঠিন পরীক্ষা। ভাগ‍্যবশত আমরা বহু পড়ুয়াকে সুরক্ষিত ভাবে সীমানা পার করাতে পেরেছি। চেষ্টা করতে থাকি। ওদের আমাদের দরকার।’

প্রসঙ্গত, আজ দেশে ফিরল প্রায় এক হাজার পড়ুয়া। আরো ৪৮০০ পড়ুয়াকে ফেরানো হবে। দেশে ফেরানোর জন্য চলছে মিশন গঙ্গা।
এখনো ইউক্রেনে আটকে এখনো বহু ভারতীয়।