ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরূপের মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।
এই মামলায় রাহুল গান্ধিকেও ডেকে পাঁচ বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সনিয়া গান্ধিকেও একইভাবে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। ইডি সূত্রের খবর, রাহুলের তুলনায় সনিয়া গান্ধি আধিকারিকদের প্রশ্নের জবাব অনেক দ্রুত দিয়েছেন। একবারও বয়ান বদল করেননি। অন্যদিকে রাহুল গান্ধি নাকি একাধিকবার শুধু মৌখিক বয়ান বদল করেছেন। পাশাপাশি আইনজীবীর পরামর্শ মেনে তিনি লিখিত বয়ানও পেশ করেছেন এবং তা বদলেওছেন বেশ কয়েকবার।
অন্যদিকে ইডি আজ ফের দিল্লি সহ সারা দেশে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। জানা গিয়েছে, তারা বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বসে বিক্ষোভ সমাবেশ করবেন। যদিও দিল্লিতে কংগ্রেস রাজঘাটে গান্ধিজী সমাধিস্থলে অবস্থান কর্মসূচি করতে গেলে পুলিশ তাদের পথ রুখে দেয়। সেই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা। আটক করা হয়ে সনিয় পুত্র রাহুল গান্ধিকেও। এদিকে আগের দিনের মতোই প্রথম সারির সমস্ত নেতারাই এআইসিসির দফতরে হাজির হয়েছেন। প্রথমদিন সনিয়া গান্ধি যখন ইডি দফতরে হাজিরা দিতে যান, সেই সময় কংগ্রেস দফতরের প্রতিবাদ সমাবেশে হাজির ছিলেন দুই বিক্ষুব্ধ নেতা গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা। অথচ তাঁদের ইডির জেরার দিন বিক্ষোভ সমাবেশে দেখা যায়নি।