দেশ ব্রেকিং নিউজ

নয়া সমীকরণের সম্ভাবনা দেশে

জাতীয় রাজনীতির অলিন্দে কী আবার নয়া সমীকরণ?‌ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো রাজনৈতিক সম্পর্ক কি আবার ফিরছে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় দুই নেত্রীর কয়েকটি পদক্ষেপ তেমনই ইঙ্গিত দিচ্ছে। তা যদি বাস্তবে হয় তাহলে কী পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেস–তৃণমূল কংগ্রেস জোট হবে?‌ কিন্তু এখন যে বাম–কংগ্রেস জোট আছে। তার কী হবে?‌ উঠছে প্রশ্ন।
গত লোকসভা নির্বাচনেও কংগ্রেস–তৃণমূলের একাধিক কর্মসূচি প্রায় একই ছিল। নির্বাচনের আগে জোট না হলেও ভোটের সম্ভাব্য ফলাফলের উপর নির্ভর করছিল অনেক পরিকল্পনাই। কিন্তু বিজেপি’‌র চমক লাগানো নির্বাচনী ফলাফলে সে সব বাস্তবায়িত হয়নি। এবার রাজ্য বিধানসভা নির্বাচন ২০২১ সালে। তার আগে একাধিক কর্মকাণ্ডকে সামনে রেখে কংগ্রেস এবং তৃণমূলের বিজেপি বিরোধিতা প্রায় এক সূত্রে এসেছে। যেমন—করোনা আবহে জয়েন্ট এন্ট্রাস এবং নিট পরীক্ষা স্থগিতের দাবি নিয়ে একসুরে অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠকের ডাক দেন সোনিয়া–মমতা।
পড়ুয়াদের সুরক্ষার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব তোলেন মমতা। তাতে সায় দেন সোনিয়া।
বিজেপি বিরোধিতায় তেমন কোনও সর্বজনীন ইস্যু হাতে পেলে কংগ্রেস–তৃণমূল হাতে হাত মিলিয়ে লড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তা সে বিধান ভবনের কংগ্রেস নেতৃত্ব যতই মমতা বিরোধিতার সুর চড়ান না কেন। ২৬ আগস্ট পরীক্ষা নিয়ে ওই ভার্চুয়াল বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে জিএসটি ইস্যু। তার পরদিনই ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানে অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠকে রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে জিএসটি ক্ষতিপূরণ দেওয়া নিয়ে সরব হন সোনিয়া।
২৭ আগস্ট জিএসটি কাউন্সিলের বৈঠকে অর্থমন্ত্রী জানিয়ে দেন, জিএসটি কম্পেনশেসন সেস থেকে আদায়ীকৃত একটি অংশ রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা নেই। নির্মলার মন্তব্য নিয়ে পাল্টা খোঁচা দেয় কংগ্রেস এবং তৃণমূল। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিস্তৃত জলঘোলার পর ফলাফল বেরনোর পর দূরত্ব বাড়তে থাকে দুই দলের। তবে সোনিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী সবসময়ই বিশেষ সম্পর্ক বজায় রেখে চলেন।
উল্লেখ্য, বিজেপি’‌র কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটেও লোকসভার মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে ময়দানে নামবে গেরুয়া শিবির। লড়াইটা হোক মোদী বনাম মমতা। সেক্ষেত্রে কংগ্রেস-তৃণমূল সমঝোতা না হলেও মোদীর পথে ‘কাঁটা’ বিছানোই দুই নেত্রীর চরম লক্ষ্য হওয়া স্বাভাবিক।