Sonia has written a letter to PM Modi seeking financial assistance for small and medium industries in the country affected by lock down.
দেশ ব্রেকিং নিউজ

ফের সোনিয়ার চিঠি মোদীকে

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী এর আগে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের স্বার্থে নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করার জন্য। আর এবার চিঠি লিখলেন মানুষের স্বার্থে আর্জি জানিয়ে। লকডাউনে বিধ্বস্ত মাঝারি, ক্ষুদ্র শিল্পের জন্য আর্থিক সাহায্য চেয়ে মোদীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীকে পাঁচ দফা সুপারিশ পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী। চিঠিতে তিনি লেখেন, ক্ষুদ্র, মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ৬ কোটি ৩০ লক্ষ মানুষ আর্থিকভাবে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে এমএসএমই সেক্টরে। এই সেক্টরের ব্যবসায়ীদের জন্য ১ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করুক কেন্দ্র।
তিনি আরও লেখেন, এমএসএমই সেক্টরে অর্থের জোগান চালু রাখতে ১ লক্ষ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরি করা হোক। একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক এমএসএমই সেক্টরের জন্য যে আর্থিক পদক্ষেপ করেছে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাজে সেই তত্‍পরতা নিশ্চিত করা হোক। তাহলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন তাঁরা। বিপুল পরিমাণ ক্ষতির মধ্যে আশার আলো ফুটে উঠবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের মেয়াদ ৩ মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিপুল লোকসানের গুরুত্ব উপলব্ধি করে ক্ষতিপূরণের পরিমাণ এবং তা দেওয়ার মেয়াদ দুই বাড়ানো হোক। কেন্দ্রকে তা সুনিশ্চিত করতে হবে।