দেশ ব্রেকিং নিউজ

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ সোনিয়া গান্ধীর

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই প্রথমবার তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য হলেন। এদিন তাঁর সঙ্গে মোট ১৪ জন রাজ্য সভার সদস্য হিসাবে শপথ নেন।

উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এদিন তাঁদের শপথবাক্য পাঠ করান। রাজস্থানের হয়ে রাজ্যসভায় গেলেন সোনিয়া গান্ধী। এদিন তাঁর সঙ্গে শপথ নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অজয় মাকেন, সৈয়দ নাসির, আরপিএন সিং, শমীক ভট্টাচার্য সহ প্রমুখ।

শপথ বাক্য পাঠ করার পর এদিন তাঁকে শুভেচ্ছা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস পুত্র রাহুল গান্ধী, কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ও আরও অনেকে।