জেলা

বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালি!‌

প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। তাই বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলে কংগ্রেসের বিদায়ী বিধায়ক সোনালী গুহ। সূত্রের খবর, রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দেবেন সোনালী গুহ। ইতিমধ্যেই এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে সাতগাছিয়ার বিধায়কের। এই খবর প্রকাশ্যে আসতেই হই হই পড়ে গিয়েছে।
সূত্রের খবর, মুকুল রায়ের বাড়িতে হাজির হয়েছিলেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। সেখানে সোনালী গুহও ছিলেন। সোনালী জানিয়েছেন, তিনি প্রার্থী হতে চান না, তবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারের অংশ হতে চান। সোনালীর পরিবার সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট না পাওয়ায় কার্যত অপমানিত বোধ করছেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর কেঁদে ফেলেছিলেন সোনালী। তিনি জানান, এটা পাব আমি ভাবিনি। তাঁর সঙ্গে আমার রাজনৈতিক নয়, পারিবারিক সম্পর্ক ছিল। তাঁর বাড়িতে ইতিউতি খুঁজলে হয়ত আমার জামাকাপড়ও পাওয়া যাবে। কী আর বলব! আমি কেঁদেই যাচ্ছি। ওঁকে স্বামীর থেকে বেশি সম্মান দিতাম। ওঁকে সন্তানের থেকে বেশি ভালোবাসি।