বিনোদন ব্রেকিং নিউজ

কার প্রেমে পড়েছেন সোনাক্ষী সিনহা?

বেশ কয়েকদিন ধরেই বি-টাউনের নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছিল। সামনে এসেছে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার ঘনিষ্ঠতার খবর। যদিও সোনাক্ষী বা জাহির কারো দিক থেকেই এ বিষয়ে কোনও কিছুই স্পষ্ট করে জানা যায়নি। জাহিরের জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান সোনাক্ষী! আর তারপর থেকেই শুরু হয়েছে জোর কদমে চর্চা।

ইনস্টাগ্রামে জাহিরের সঙ্গে দু’টি ছবি শেয়ার করে ক্যাপশনে সোনাক্ষী লেখেন, “পৃথিবীতে যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি জ্বালাতন করতে পারে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। এই মানুষটার মতো সুন্দর আর কি কেউ আদৌ আছেন? এই পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন।”

ইনস্টাগ্রামে সোনাক্ষীর শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত অভিনেতা জাহির। পোস্টে পালটা মন্তব্য করতে ভোলেননি তিনি। সোনাক্ষীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেছেন জাহির। সোনাক্ষীর শুভেচ্ছা বার্তা এবং পালটা জাহিরের মন্তব্য নিয়ে তাদের প্রেমের নতুন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। তাদের প্রেমের রসায়ন খুঁজে চলেছে অনুরাগীরা।

বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এর বিয়ের রেশ এখনো কাটেনি। রাজস্থানের জয়পুরের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় ভাবে বসেছিল বিয়ের আসর। আর এর মধ্যেই সোনাক্ষী এবং জাহিরের প্রেমের গুঞ্জনে তোলপাড় নেট দুনিয়া।

জানা গেছে, আগামী বছর ‘ডাবল এক্স এল’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন সোনাক্ষী এবং জাহির। রুপোলি পর্দার পর বাস্তবের পর্দায় তাদেরকে একসঙ্গে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।