ব্রেকিং নিউজ রাজ্য

সম্পত্তি ও অর্থের জন্যই বাবাকে খুন ছেলের: হাওড়া সিটি পুলিশের

হাওড়ার শিবপুরের কাজিপাড়ায় ব্যবসায়ী খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ব্যবসায়ী তৈয়ব আলি (৬০) কাজিপাড়ায় নিজের ফ্ল্যাটে ঢুকছিলেন। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এই ঘটনার ১০ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ।

প্রথমে গ্রেফতার করা হয় সিকান্দার নামের এক ব্যক্তিকে। এরপর তাকে জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারে এই ঘটনায় মূল পান্ডা মৃত ব্যবসায়ীর বড়ো ছেলে শেখ আফ্রিদি আলী ওরফে আকাশ। এরপর তাকেও গ্রেফতার করা হয় বলেই দাবি করেন আজকে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার।

তিনি জানান, প্রাথমিক তদন্তে এই দুজনকে গ্রেফতার করা হলেও অন্য কেউ আরও এই ঘটনায় যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। মূলত সম্পত্তি ও অর্থের জন্যই এই খুন করা হয়েছে। আকাশ ওরফে শেখ আফ্রিদি আলী ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা করেছেন বলেই তিনি জানান। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই আকাশের বিলাসবহুল জীবন যাপনের কারণে বাজারে অনেকের থেকেই সে টাকা পয়সা ধার করেছিল। তাই শোধ করার চাপও ছিল তার উপরে। তাই সেই কারণেই সম্পত্তির লোভে সে এই খুনের পরিকল্পনা করে।

সিকান্দারকে সে নিযুক্ত করে তারা বাবা হাজী তৈয়ব আলিকে খুন করার জন্য। সেকারণে সিকান্দরকে সে খুঁটিনাটি সব তথ্য দিয়েছিল। আবাসনের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা সামলে যাতে নিপুনভাবে এই কাজ করা যায় তার পরিকল্পনা করেছিল সে। যদিও তিনি জানান তদন্তের স্বার্থে এর বেশি তথ্য এই মুহূর্তে সামনে আনা যাবে না। পরবর্তীকালে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে।