জেলা

ভাই-বোনর অবৈধ সম্পর্ক! রাগে শালাকেই খুন জামাইবাবুর

ঘটনাটি দিল্লির, নিজের শালাকে খুন করার অপরাধে জামাইবাবুকে গ্রেফতার করলে দিল্লি পুলিশ। দীর্ঘদিন ধরেই এই ঘটনার কিনারা করতে পারছিলেন না তদন্তকারীরা। কিন্তু ঘটনাটির রহস্য উন্মোচন হওয়ার পর তাজ্জব তাঁরা।

২০২০ সালের ৩ সেপ্টেম্বর একটি নালায় রাহুল নামে এক যুবকের দেহ উদ্ধার করেছিল দিল্লি পুলিশ। তাঁর মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। কিন্তু কী কারণে রাহুল নামে ওই যুবক খুন হয় সেই তদন্তে কোনও কুল কিনারা পাচ্ছিলেন না তদন্তকারী অফিসাররা। কিন্তু আচমকাই হাতে আসে একটি ক্লু, আটক করা হয় রাহুলের জামাইবাবুকে। এরপরই জানা যায় বিস্ফোরক তথ্য।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাওয়ানার বাসিন্দা বিকাশ দিল্লির নরেলার বাসিন্দা কাজলকে প্রেম করেই বিয়ে করেছিলেন। দুজনের বাড়িও খুব বেশি দূরে নয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিকাশের সন্দেহ হয়, তাঁর স্ত্রী কাজলের সঙ্গে শ্যালক রাহুলের কোনও অবৈধ সম্পর্ক রয়েছে। এমনকি রাহুল সুযোগ পেলেই কাজলের সঙ্গে মিলিত হয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছিল বলে দাবি করেছে বিকাশ। কিন্তু এক রাতে ভাই-বোনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে জামাইবাবু। এরপরই রাগে ফেটে পড়েন তিনি। তখনই ঠিক করে নেন, খুন করবেন শ্যালক রাহুলকে।

পুলিশ জানিয়েছে, একদিন স্ত্রী ঘরে না থাকার সুযোগ নিয়ে সে রাহুলকে ডেকে পাঠায়, এবং হাতুরি দিয়ে পিটিয়ে পিটেয়ে খুন করে। পরে সুযোগ বুঝে দেহটি লোপাট করে একটি নালায় ফেলে দেয়। পরে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে গিয়েছে। তাই দেহ উদ্ধারের এতদিন পর রহস্যের কিনারা হল। শনিবার শ্যালককে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে জামাইবাবু বিকাশকে। অপরদিকে ভাই-বোনের এই অবৈধ সম্পর্ক জানাজানি হতেই হতবাক দুই পরিবার।