মাটির নীচে সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখার অভিযোগ করে বিহারের এক যুবক। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিহার পুলিশ ও ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের যৌথ উদ্যোগে পানিহাটি নরসিংহ দত্ত ঘাটের ওই পরিত্যক্ত জমিতে অভিযান চালায় পুলিশ। পরিত্যক্ত জমিতে জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হয়। তাই শনিবার সকালে গোটা জঙ্গল পরিষ্কার করা হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানিহাটি নরসিংহ দত্ত রোড এলাকায়।
বিহারের বাসিন্দা ওই যুবকের অভিযোগ, পানিহাটি নরসিংহ দত্ত ঘাট রোড এলাকায় বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে একটি পরিত্যক্ত জমি রয়েছে। সেখানেই সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখা হয়। তাদের মধ্য একজন যুবক বিহারের বাসিন্দা। সে কোনমতে এই জায়গা থেকে পালিয়ে বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায়।
এবিষয়ে পানিহাটি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলি সরকার জানান, “অভিযোগ উঠতেই পারে, সেটা প্রমাণ সাপেক্ষ। তদন্ত চলছে, নিশ্চই প্রমান হবে। সুড়ঙ্গের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। তবে এখনো পর্যন্ত ওই এলাকায় সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করে জানা যায়নি। তবে মাটির নিচে সুড়ঙ্গের খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।