আগামী বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডি়জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের নবম সংস্করণে অংশ নেবে মোট ২০টি দল। বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে গেল এই ২০ টি দলের তালিকা। ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে শেষ দল হিসেবে টি-২০ বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে উগান্ডা।
আগামী বছরের ৩ জুন থেকে শুরু হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। প্রতিযোগিতার জন্য চারটি গ্রুপ করা হয়েছে। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপে প্রত্যেক দল প্রত্যেকের বিরুদ্ধে খেলবে একবার করে। চারটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার আটের জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার আটে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে ২ গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল থাকবে। উভয় গ্রুপের সেরা ২ টি দল যোগ্যতা অর্জন করবে সেমিফাইনালের। ২৬ ও ২৭ জুন সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। উভয় সেমিফাইনালের বিজয়ী দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন।
এশিয়া মহাদেশ থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান। পূর্ব এশিয়া প্যাসিফিক থেকে যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউগিনি। ইউরোপ অঞ্চল থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। আফ্রিকা থেকে যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া এবং উগান্ডা।
আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষে থাকা আটটি দল আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তারা হল ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। আফগানিস্তান ও বাংলাদেশও মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। এছাড়াও বাছাই পর্বের মধ্যে দিয়ে জায়গা পাকা করেছে আটটি দল। তাদের মধ্যে উত্তর আমেরিকা মহাদেশ থেকে যোগ্যতা অর্জন করেছে কানাডা।