ব্রেকিং নিউজ রাজ্য

কিছু উন্মত্ত মানুষ বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে: বিজেপি নেতা দিলীপ ঘোষ

বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, কিছু উন্মত্ত মানুষ বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে।

এদিন বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, “কিছু উন্মত্ত মানুষ বিদেশী শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, যেখানে সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাড়ি লুট হয়েছে। বাংলাদেশের ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে।”

পাশাপাশি এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “নরেন্দ্র মোদী যা বলবেন তারই বিরোধিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজনীতি সীমাবদ্ধ। দুর্ভাগ্যবশত, বাংলার জনসাধারণ তাঁকে সঠিক মনে করেন।”