ব্রেকিং নিউজ রাজ্য

SSC: চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত প্রার্থী সোমা

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে শিক্ষকতার চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত প্রার্থী সোমা দাস। স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার নিয়োগের সুপারিশপত্র দিয়েছে সোমাকে। বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের মধুরা হাইস্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তাঁকে। স্কুলশিক্ষা দপ্তর ৭ দিনের মধ্যে সোমা দাসকে চাকরির ব্যবস্থা করতে হবে বলে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই কাজ পেলেন সোমা। দীর্ঘ আন্দোলনের পর এই জয় পেয়ে খুশি সোমা। তবে চাকরি পেলেও সোমা আন্দোলনের রাস্তা থেকে পিছু হটছেন না বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, শিক্ষকতার চাকরির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে এসএসসির চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনকারীদের মধ্যেই অন্যতম ছিলেন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। তাঁর অভিযোগ, যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এ বিষয়ে মামলা দায়ের হলে বিচারপতি সোমা দাসকে অন্য কোনও সরকারি দপ্তরে চাকরি করার পরামর্শ দেন। কিন্তু, বিচারপতির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোমা। তিনি বলেন, ‘আমি যোগ্য প্রার্থী। শিক্ষকতাই করব। চাকরি নিয়ে আন্দোলন থেকে সরে যাব না।’ এরপরেই সোমা দাসের চাকরির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।