রাজ্য লিড নিউজ

রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন নিতে বারাসাত কোর্টে সোহম

রেস্তোরাঁ কাণ্ডে অভিযোগের শুনানি আদালতে ওঠার আগে অন্তর্বর্তীকালীন জামিন নিতে বারাসাত আদালতে এসে মুখে কুলুপ আঁটলেন সোহম চক্রবর্তী।

চণ্ডীপুর বিধানসভার বিধায়ক ও নামজাদা অভিনেতা বিতর্কের মুখে পড়েছেন আগেও। ৭ জুন নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে রেস্তরাঁর পার্কিং লটে চড় মারেন সোহম, এমন অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য।

প্রথমে সোহম জানিয়েছিলেন, তাঁকে ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন রেস্তরাঁ মালিক আনিসুল আলম। গত শনিবার অভিযোগ দায়ের করেছিলেন রেস্তরাঁ মালিক। সোহমের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ এনে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই রেস্তরাঁ-মালিক।

তাঁর অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগেই আগাম জামিন নিতে বৃহস্পতিবার বারাসাত আদালতে আসেন সোহম।