করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সোহমের শরীরে দেখা গিয়েছে করোনার উপসর্গ। তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, নিসপাল সিং রানের পর রাজ চক্রবর্তী। টলিউডে একের পর এক অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। তাঁরা সুস্থ হয়েও উঠেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
বেশ কিছুদিন ধরেই মৃদু উপর্সগ দেখা দিয়েছিল সোহমের শরীরে। তাই কোনও ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান তিনি। করোনার রিপোর্ট এলে জানা যায়, তিনি ভাইরাসে সংক্রমিত। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
নির্দিষ্ট নিয়ম মেনে শ্যুটিং শুরু করলেও, মাঝে মধ্যেই কোভিড হানা দিচ্ছে রূপোলি পর্দার মানুষদের পরিবারেও। তৃণমূল কংগ্রেসের নেতা সোহম যুব তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কোভিড পরিস্থিতির মধ্যেও একাধিক জেলায় সাংগঠনিক সভায় অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। সুতরাং কোথা থেকে তিনি সংক্রমিত হয়েছেন তা বোঝা যাচ্ছে না।