রাজ্য লিড নিউজ

ভাইরাল সিসিটিভি ফুটেজ, রেস্তোরাঁ কাণ্ডে চাপে পড়ে ক্ষমা চাইলেন সোহম চক্রবর্তী

টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীকে নিয়ে তোলপাড় কাণ্ড৷ শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকার একটি রেস্টুরেন্টে শুটিং করছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। সে সময় যে রেস্তোরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলে৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়। এরপর সোহম রেস্তোরাঁর মালিককে মারধর করে৷

শুধু তাই নয়, রেস্তোরাঁর মালিক আনিসুলকে মারার কথাও স্বীকার করে নিয়ে সোহম এর আগে সোহম বলেছিলেন, “সে তো মেরেছিই। কটূক্তি করবে এবং অভিষেককে নিয়ে গালিগালাজ করেছে সেটা মেনে নেওয়া যায় না। চারটে চড় মেরেছি। ধাক্কা দিয়েছি। অভিনেতারাও মানুষ। আমাদেরও আবেগ আছে। তারই প্রতিফলন হয়েছে। ছোটখাটো বিষয়। পুলিশ দেখছে।”

এদিকে ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অবশেষে একপ্রকার চাপে পড়ে শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, “এটা ঠিক একজন জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারানো উচিত হয়নি আমার। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল৷ আমি ক্ষমাপ্রার্থী।”