আন্তর্জাতিক

নিউ ইয়র্কে জারি জরুরি অবস্থা

তুমুল তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা। মার্কিন মুলুকের পূর্ব উপকূলে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল, অফিস–কাছারি সব বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে উড়ানও। স্থগিত টিকাকরণও। কারণ পথঘাট ঢেকেছে সাদা, পুরু বরফে। সঙ্গে চলছে প্রবল ঝোড়ো হাওয়া। যার কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। এবারের বিপর্যয়কে সর্বকালের অন্যতম ভয়ংকর বলে ধরা হচ্ছে।
এই পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে বলে খবর। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। খুব জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। আপাতত তাই ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।
আগামী দিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই সপ্তাহের শেষে কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়ে দিয়েছেন তাঁরা। ফলে আরও বেশি প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন পূর্ব উপকূলের বাসিন্দারা।