জেলা ব্রেকিং নিউজ

শেষ মুহূর্তে হাতে এডমিট পেয়ে খুশি বনগাঁর স্নেহা

শেষ মুহূর্তে এসে বনগাঁ পুরসভার প্রাক্তন পুর প্রশাসক গোপাল শেঠের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার এডমিট হাতে পেল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা গোলদার।

বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্নেহা গোলদার শারীরিক অসুস্থতার কারণে এডমিট এর জন্য প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করতে পারেনি। ফর্ম ফিলাপ না করার দরুন পরীক্ষার আগেও এডমিট পায়নি সে। বনগাঁ শিমুলতলার বাসিন্দা ঐ ছাত্রী ও তার পরিবার পরবর্তীতে বনগাঁ পুরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠের দ্বারস্থ হয়। গোপালবাবু গোটা ঘটনাটি শিক্ষা দপ্তরকে জানায় এবং ওই ছাত্রী যাতে এডমিট পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গোপাল বাবুর আবেদনে সাড়া দিয়ে আজ সকালে ছাত্রীর হাতে অ্যাডমিট তুলে দেওয়া হয়। এডমিট হাতে পেয়ে খুশি ছাত্রী এবং তার পরিবার।

পরীক্ষা দিতে পারায় গোপালবাবুকে ধন্যবাদ জানান ওই ছাত্রী এবং তার পরিবার । বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা গোলদার পরীক্ষার কেন্দ্র বনগাঁ গৌরিসুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়। পরীক্ষার আসনে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল স্নেহা।

এই বিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, “ভোটে জয়ের থেকে স্নেহা গোলদারের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে পেরে বেশি খুশি হয়েছি আমি।”