রাজ্য লিড নিউজ

তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে: মমতা

ফের অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “কেষ্টর মতো সাহায্যকারী ছেলে হয় না।” তবে এদিন শুধু কেষ্ট নয়, পার্থ চট্টোপাধ্যায়ের নামও শোনা যায় দলনেত্রীর মুখে। তিনি বলেন, “পার্থ কী করেছে আমি জানি না। সেটা বিচারাধীন, তবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। চক্রান্ত চলছে।”

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার মেয়ো রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই কেন্দ্রের শাসক দল বিজেপিকে তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিমো ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন,‘আমরাও কিন্তু লিস্ট করে রাখছি। কারা তৃণমূলকে বদনাম করছেন। পার্থ যদি চোর হয় আইন বিচার করবে। মনে রাখবেন, পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অভিষেকও চোর, মমতাও চোর। সবাই চোর আর সাধু কে?’

বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বড় বড় কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে না বলে পেয়ে বসেছে। আমি রাজনীতি করতে এসেছিলাম সমাজসেবা করব বলে। মমতা মাথা উঁচু করে আদর্শের রাজনীতি করতে এসেছে।‘

পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি বলেন, যে শিক্ষা নিয়ে এত কথা চলছে, তা বিচারাধীন, কিছু বলব না। কিন্তু প্রশ্ন হল,সিপিএমের আমলে কত চাকরি হয়েছে? তার ডকুমেন্ট কোথায়? সিপিএম টাকা নিয়েছে আর চাকরি দিয়েছে। যা কুৎসা রটানো হচ্ছে, তাতে আমি যদি চেয়ারে না থাকতাম তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলতাম।’