আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

আকাশ মেঘলা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ক’দিন চলবে?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। বঙ্গে শীতের আমেজ থাকলেও নতুন করে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই।

মেঘলা আবহাওয়ার জন্য বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। আগামী তিন থেকে চার দিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ রোদ ঝলমলে থাকলেও বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে কুয়াশার দাপট, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।