ব্রেকিং নিউজ লাইফস্টাইল

ত্বকের জৌলুশে ওয়াক্সিং! জেনেনিন ওয়াক্সিংয়ের খুঁটিনাটি

মানুষ বরাবরই সুন্দরের পিপাসু। বিশেষত মহিলাদের ক্ষেত্রে তার একেবারে অন্যথা হয়না বললেই চলে।মহিলা অথচ রূপচর্চা করেনা এমন দেখাই যায়না।রূপচর্চার ক্ষেত্রে মুখ, চুলের পাশাপাশি পুরো শরীরের সৌন্দর্য বাড়ানো গুরুত্বপূর্ণ। বিশেষকরে মহিলা শরীরে অবাঞ্চিত লোম থাকলে তখন তা তুলে ফেলতেই হয়। অন্যথায় তা বিশ্রী দেখায়। হেয়ার রিমুভাল ক্রিম, রেজার প্রভৃতি ব্যাবহারে ত্বকে বাজে প্রভাব পড়ে, কালো দাগছোপের সৃষ্টি হয়।সেক্ষেত্রে,নিয়মিত ওয়াক্সিং করালে হেয়ার গ্রোথ কমতে থাকে ও ত্বক উজ্জ্বল হয়। জেনে নেওয়া যাক বিভিন্ন রকমারি ওয়াক্সিং এর খুঁটিনাটি,

• ওয়াক্সিং এর কথা উঠলেই সবার আগে যে ওয়াক্স এর নাম আসে তা হল সফট ওয়াক্সিং। প্যারাফিন নামের একটি বর্ণহীন কঠিন বস্তুই এই ওয়াক্সিং এর মূল উপাদান। হট ও কোল্ড এই দুইপ্রকারের সফট ওয়াক্সিং এর মধ্যে কোল্ড ওয়াক্সিংই বেশি পছন্দ করেন মহিলারা।

• হেলথের কথা মাথায় রেখে অনন্য একটি ওয়াক্স হল ফ্রুট ওয়াক্সিং। ফলের পুষ্টিগুণে ভরপুর এই ওয়াক্সিং ত্বকের জন্য খুবই উপকারী।

• সুগার ওয়াক্স এর উপকারিতা নিয়ে কোন সন্দেহ নেই। চিনি এই ওয়াক্সিং এর মুল উপাদান হলেও এর মধ্যে থাকে লেমন ওয়াটার। তাই এটি তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা ফেরাতে একেবারে অনন্য বলা চলে।

• মুখের যেকোনো অংশের রোম তোলার জন্য একটি উপযোগী ওয়াক্স হল হার্ড ওয়াক্স। এই ওয়াক্স গলিয়ে তারপর তা ঠান্ডা হলে অ্যাপ্লাই করা হয়। আপার লিপস, আইব্রো, আন্ডার আর্মস ইত্যাদিতে এই ওয়াক্সিং করা হয়ে থাকে।

• এছাড়াও, বিকিনি ওয়াক্স ও চকোলেট ওয়াক্স যা পিউবিক হেয়ার তোলার জন্য এবং ত্বক ময়েশ্চারাইজ করার জন্য ব্যাবহার করা হয়।

ভাল ফল পেতে ওয়াক্সিং এর পর অন্তত ১২ থেকে ২৪ ঘণ্টা রোদে না বেরোনোই ভাল।প্রসঙ্গত, ওয়াক্সিং এর পর ত্বকের ট্যান রিমুভ অনেক সহজ হয়ে যায়। এর সঙ্গে ত্বক হয়ে ওঠে জৌলুশ পূর্ণ।