দেশ ব্রেকিং নিউজ

তৃণমূলের ৬ সাংসদ সাসপেন্ড

ওয়েলে নেমে বিক্ষোভ। যা সংসদের অবমাননার অভিযোগ। তার জেরে রাজ্যসভায় সাসপেন্ডেড তৃণমূলের ছয় সাংসদ। একদিনের জন্য সাসপেন্ড করা হল দোলা সেন, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, শান্ত ছেত্রী এবং আবির রঞ্জন বিশ্বাসকে। তাঁদের সাসপেন্ড করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইড়ু।
রাজ্যসভায় একসঙ্গে সাসপেন্ড হওয়ার কারণ পেগাসাস কাণ্ডে আলোচনার দাবিতে সংসদের ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগে ছয় তৃণমূল সাংসদ। আর তাতেই এদিনের মতো সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷
এদিন আর অধিবেশনে অংশ নিতে পারবেন না তাঁরা৷ যে ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন—দোলা সেন, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর, আবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং অর্পিতা ঘোষ৷
আজ বেলা ২টো পর্যন্ত প্রথমে রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষণা করে দেওয়া হয়৷ ২টোর সময় অধিবেশন শুরু হলে আর আলোচনায় অংশ নিতে পারবেন না সাসপেন্ড হওয়া সাংসদরা৷ ইতিমধ্যেই গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে আর এক তৃণমূল সাংসদ শান্তনু সেন৷